কম্পিউটার সুপার ফাস্ট
থাকুক এটা প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর সব সময়ের প্রত্যাশা। এ কারনে
কম্পিউটারকে ফাস্ট করার জন্য বিভিন্ন সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার
করার একটা হিড়িক পড়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো সিস্টেম ইউটিলিটি
সফটওয়্যারের চাপে অনেক কম্পিউটার আরও বেশি স্লো হয়ে পড়ে। ইউটিলিটি
সফটওয়্যারগুলো মুলত এমন সফটওয়্যার যেগুলো পিসির পারফরমেন্স বাড়ানোর জন্য
মাল্টিপারপাস কাজ করে থাকে। মানে একটি সফটওয়্যার একাধিক সফটওয়্যারের কাজ
করে। সফটওয়্যারের দুনিয়ায় অসংখ্য ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়। যাদের
কোনটাই পূর্ণাঙ্গভাবে সব কাজ করতে পারে না। সবগুলোরই কিছুনা কিছু লিমিটেশন
থাকে। আমি এই সিরিজটি যখন শুরু করি তখন আমার একটাই উদ্দেশ্য ছিলো বিভিন্ন
বিষয়ে বিশ্ব সেরা সফটওয়্যারগুলো আপনাদের সামনে তুলে ধরা। টিউনের ১১ তম
পর্বে এসেও আমার সেই ইচ্ছের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তাই হাজারো
ইউটিলিটি সফটওয়্যারের ভিড়ে সেরা দশটি সফটওয়্যারের সাথে পরিচিত করানোর
পাশাপাশি সেরাদের সেরা সফটওয়্যারটি আপনারকে উপহার দিতেই আমার আজকের সব
আয়োজন। আশা করছি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য সিস্টেম ইউটিলিটি
সফটওয়্যার সম্পর্কে ধারনা পাল্টে দিবে।
২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা সফটওয়্যারগুলোর নাম
২০১৫
সালে তালিকায় শীর্ষে থাকা ইউটিলিটি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো।
ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের
লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো
নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।
- 01. System Mechanic | $29.95
- 02. Fix-It Utilities Pro | $29.95
- 03. WinOptimizer | $39.99
- 04. Advanced System Optimizer | $29.95
- 05. Advanced SystemCare PRO | $29.99
- 06. TuneUp Utilities | $49.95
- 07. System Utilities Suite | $24.95
- 08. WinUtilities | $29.99
- 09. Norton Utilities | $49.99
- 10. Uniblue PowerSuite | $59.95
উপরের তালিকাটি থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে তালিকার শীর্ষে থাকা System Mechanic
সফটওয়্যারটিই সবার সেরা সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে
চলুন সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। ফিচারের সাথে চাহিদা
মিলে গেলেই তো ডাউনলোড করতে মন চাইবে, তাইনা?
System Mechanic Pro | Price $59.95
উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের System Mechanic
সফটওয়্যারের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের
সেরাটাই উপহার দিবো। সফটওয়্যারটির সবগুলো ভার্সনই অনেক মূল্যবান হলেও
সবচেয়ে বেশি সুবিধা রয়েছে এর প্রোফেশনাল ভার্সনটিতে। ৫৯.৯৫ ডলার মূল্যের
সফটওয়্যারটির সবগুলো ফিচার সম্পর্কে জানতে তাদের অফিশিয়াল সাইট হতে একবার
ঘুরে আসতে পারেন (নিচের ছবিতে ক্লিক করে)।
আপনারা নিশ্চয় ফিচারগুলো দেখেছেন। তারপরেও গুরুত্বপূর্ণ কিছু ফিচার আমি নিচে উল্লেখ করছি।
- সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পিসি স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রন করবে। ইন্টারনেট, প্রোগ্রাম অপারেশন এবং গেইমিং পারফরমেন্স বৃদ্ধি করবে।
- কম্পিউটারের প্রায় ৩০,০০০ টিরও বেশি সমস্যা নিজে নিজেই সমাধান করবে।
- ৫০ টিরও বেশি ধরনের জাঙ্ক ফাইল ক্লিন করবে এবং পিসির পারফরমেন্স বৃদ্ধিতে ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশ ইত্যাদিও পরিচ্ছন্ন রাখবে।
- ক্ষতিকর প্রোগ্রামগুলোকে ব্লক করে দিবে, সিস্টেমে কোন উল্টাপাল্টা সেটিংস থাকলে সেটা নির্ণয় এবং রিপেয়ার করবে।
- কম্পিউটারের অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামগুলোকে অটোমেটিক বন্ধ করে রাখবে।
- কম্পিউটারে যে সমস্ত প্রোগ্রাম ইনস্টল থাকার পরেও আপনি ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দিবে।
- কম্পিউটারের চালু হওয়ার সময়কে কমিয়ে দিবে। মানে এখন খুব দ্রুত পিসি স্টার্ট হবে।
- কম্পিউটারের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ড্রাইভারগুলো অটোমেটিক আপডেট করবে। বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হবে না।
- অটোমেটিক পিসির র্যাম ডিফ্রাগমেন্ট হবে, যার ফলে পিসির প্রোগ্রামগুলো দ্রুতগতিতে চলবে।
- এছাড়াও এন্টিভাইরাস সুবিধা সহ সবগুলো ফিচারের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আশা করছি টাস্কি খেতে বেশি বাকি থাকবে না।
System Mechanic - ডাউনলোড
সফটওয়্যারটি
যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে
নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ১০৫ মেগাবাইটের জিপ ফাইলটি
ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব
বেশি দুশ্চিন্তা করতে হবে না। ফাইলটি সম্পূর্ণ নিরাপদ এবং এভিজি
এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। তারপরেও কারও সমস্যা হলে ইগনোর করতে পারেন।
System Mechanic Pro - ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া
সফটওয়্যারটির
ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। এই সিরিজের প্রত্যেকটি
সফটওয়্যারের ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া জটিল প্রকৃতির হলেও এটা
পানির মতো সহজ। মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখলেই সফল ভাবে সব প্রক্রিয়া শেষ
করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।
System Mechanic – ইনস্টলেশন প্রক্রিয়া
- জিপ ফাইলের ভেতরে থাকা সফটওয়্যারটির এক্সিকিউটেবল ফাইলটি রান করুন। তারপর স্বাভাবিক ভাবে ইনস্টল করতে থাকুন। তবে নিচের চিত্রের মতো একটিভেশন মোড জানতে চাইলে দেখানো পদ্ধতিতে টাইম লিমিটেড ট্রায়াল হিসাবে রান করুন।
- এবার আপনার কাছে একটিভেশন ইমেইল জানতে চাইবে। নিজের মেইল (একটিভেশন কোড পাবেন) অথবা যেকোন একটি মেইল দিয়ে নেক্সট চাপুন। এবং যথারীতি ইনস্টলেশন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে শেষ করুন।
- ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি রান হতে চাইবে এবং পিসি রিস্টার্ট নিতে চাইবে। কাউকেই অনুমতি দেওয়ার দরকার নেই। আপনি শুধু নির্দেশনা অনুসরণ করুন।
System Mechanic – ফুল ভার্সন একটিভেশনঃ
- ফুল ভার্সন হিসাবে একটিভেট করতে চাইলে মেডিসিন ফোল্ডারে থাকা ফাইলগুলো কপি করুন এবং সফটওয়্যারটির ইনস্টলেশন ডাইরেকটরিতে পেস্ট করে দিন। ফাইল ওভার রাইট করতে চাইলে করুন। তারপর পিসি রিস্টার্ট দিন এবং সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে ব্যবহার করতে থাকুন।