Blogger Widgets

কম্পিউটারের অগোছালো ফাইলগুলো স্বয়ংক্রিয়ভাবে Arrange করুন তুড়িতেই! কম্পিউটার এক্সপার্ট হওয়ার মিশনে আরও একধাপ!!

সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি কম্পিউটারের এলোমেলো ফাইলগুলোকে সুন্দর ভাবে অ্যারেঞ্জ করার জাদুকরী উপায় নিয়ে আমার আজকের টিউন।
কম্পিউটারে যারা অনেক বেশি কাজ করেন তাদের কাজের প্রয়োজনে অনেক এলোমেলো ফাইল জমা হয়। অনেকের ডেস্কটপ কিংবা ডাউনলোড ফোল্ডার দেখলে পিলে চমকে উঠে! মনে হয় কোন ফাইলের জঙ্গলে এসে উপস্থিত হয়েছি। তবে যারা অনেক পরিপাটি করে কম্পিউটারের ফাইলগুলো গুছিয়ে রাখতে চান তাদের জন্য কষ্টটা একটু বেশিই। প্রত্যেকটা ফাইলকে তাদের ক্যাটাগরি অনুযায়ী সাজিয়ে রাখা একেবারে চাট্টিখানি কথা নয়। আচ্ছা বিষয়টা যদি এমন হতো যে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার দিয়ে ফাইল ডাউনলোড করলে সেগুলো যেভাবে গুছানো অবস্থায় থাকে সেভাবে সব কিছু গুছানো থাকবে, তাহলে কেমন হতো? ধরুন আপনি একটা ওয়ার্ড ফাইল তৈরী করলেন। তারপর সেটা অটোমেটিক ওয়ার্ড ফাইলের জন্য নির্দিষ্ট ফোল্ডারে চলে গেলো। এভাবেই ছবিগুলো আলাদা ফোল্ডারে, তার মাঝে আবার ছবির ফরমেট অনুযায়ী JPEG, PNG, GIF ইত্যাদি ফাইলগুলো আলাদা আলাদা ফোল্ডারে তাহলে কেমন হতো? এরকম হলে কম্পিউটারের সবফাইলগুলো প্রয়োজনের সময় তাদের জন্য নির্দিষ্ট ফোল্ডারেই পাওয়া যেতো। আপনাদের এরূপ প্রয়োজনের কথা ভেবেই আজ আপনাদের এমন একটি সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিবো সেটা আপনাদের উপরে বর্ণিত কাজগুলো আমার দেওয়া বর্ণনার চাইতেও অনেক সুনিপুণভাবে করে দিবে। তবে আর দেরী কেন?

DropIt – স্বয়ংক্রিয় ফাইল ম্যানেজমেন্টে আপনার ব্যক্তিগত সহকারী

আপনারা নিশ্চয় ধান থেকে চাল বের করার মেশিনগুলো দেখেছেন? মেশিনের একটি নির্দিষ্ট বক্সে ধান দেওয়া মাত্রই সেগুলো থেকে চাল এবং তুষ আলাদা হয়ে দুটি ভিন্ন পথে তাদের জন্য নির্দিষ্ট জায়গায় গিয়ে জমা হয়। আজকের টিউনের আলোচিত সফটওয়্যারটিও ঠিক একই ধরনের কাজ করবে। মাউস পয়েন্টার দিয়ে কোন ফাইলকে ড্রাগ করে কম্পিউটার স্ক্রিণে ভাসমান DropIt আইকনের উপর ড্রপ করলেই আগে থেকে নির্ধারন করা রুলস অনুযায়ী ফাইলটি তার জন্য নির্ধারিত ফোল্ডারে গিয়ে জমা হবে। জানিনা কতোটুকু বুঝতে পারলেন! তবে টিউনের বাকী অংশ থেকে সফটওয়্যারটির ব্যবহার এবং এর উপকারীতা সম্পর্কে একেবারে বিশেষজ্ঞ হয়ে বের হবেন আশা করছি। যাহোক, প্রথমে নিচের ডাউনলোড লিংক থেকে আগে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন। সফটওয়্যারটি সম্পূর্ণ ফ্রি তাই আপনারা আপাততো চিন্তা মুক্ত।
পোর্টেবল অথবা ইনস্টলারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন | সাইজ 4 মেগাবাইট মাত্র
ডাউনলোড শেষ হয়ে গেলে সফটওয়্যারটি স্বাভাবিক নিয়মে ইন্সটল করে নিন। এবার চলুন সফটওয়্যারটির ব্যবহার প্রক্রিয়া সম্পর্কে জেনে নিই। সেই সাথে কেন সফটওয়্যারটি ব্যবহার করবো এবং কী কী সুবিধা পাবো সেগুলোও জেনে নেওয়া যাবে।

DropIt – ব্যবহার পদ্ধতি

সফটওয়্যারটি দিয়ে যে কেবল ফাইলগুলো তাদের জন্য নির্দিষ্ট ফোল্ডার কেন্দ্রিক সাজানো যাবে তাই নয়। এটা দিয়ে আরও অনেক কাজ করা যায়, যেমন ফাইলকে অন্য কোথাও কপি অথবা মুভ করা, কম্প্রেস করা, রিনেইম করা, ডিলেট করা থেকে শুরু করে আরও অনেক কিছু। চলুন কীভাবে সফটওয়্যার দিয়ে কাজ শুরু করতে হয় সেটা জেনে নিই। কারন যারা সফটওয়্যার বিষয়ে অভিজ্ঞ তারাও এটার ব্যবহার প্রক্রিয়া না জানলে নিজে নিজে ব্যবহার শুরু করতে পারবে না। বিশ্বাস না হলে নিজে একবার চেষ্টা করে দেখতে পারেন। পারলেন কী পারলেন না সেটা আমাকে টিউমেন্টে জানাতে ভুলবেন না যেন।
  • প্রথমে ডেস্কটপে থাকা DropIt আইকনটি রান করলে ডেস্কটপে নিচের চিত্রের মতো আরও একটি ভাসমান আইকন দেখতে পাবেন। এই আইকনটি সব সময় যেকোন উইন্ডোতে ভাসমান অবস্থায় থাকবে। এই আইকন দিয়েই আমাদের কাজের শুরু। আমি কেবল একটি রুলস তৈরী করা শিখাবো। আর বাকিগুলো আপনাদের নিজ উদ্যোগে শিখে নিতে হবে।
  • আমরা আজ দেখবো যেকোন ইমেজ ফাইলকে কিভাবে কম্পিউটারের বিভিন্ন জায়গা থেকে একটি ফোল্ডারে এনে জমা করা যায়। আপনারা এই পদ্ধতি জানলে একই পদ্ধতিতে ডকুমেন্ট, মিউজিক, ভিডিও, সফটওয়্যার থেকে শুরু করে সব ফাইল অ্যারেঞ্জ করতে পারবেন। যাহোক, এবার DropIt এর ভাসমান আইকনটির উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন এবং চিত্রের মতো করে Associations অপশনে ক্লিক করুন।

  • Manage Associations উইন্ডো আসলে তার নিচের দিকের বামপাশের প্লাস চিহৃতে ক্লিক করুন। তাহলে নিচের মতো উইন্ডো আসবে। এবার আপনি ফাইল সংশ্লিষ্ট একটি নাম ঠিক করুন। আমি যেহেতু ইমেজ সংক্রান্ত কাজের জন্য রুলস ঠিক করবো তাই Images নাম দিলাম।

  • এবার আসল কাজের পালা। আমরা এখন কোন ধরনের ফাইল অ্যারেঞ্জ করতে চাই তার টাইপ নির্বাচন করবো। নিচের চিত্রে চিহিৃত সবুজ আইকনটি ফাইল টাইপ এবং পাশের চিহৃটি বিশেষ প্রোপাটিস এর জন্য ব্যবহৃত হবে। সুতরাং চিত্রের মতো করে ইমেজ এর একটি ফাইল টাইপ (.jpg) আমরা নির্বাচন করলাম।

  • আগেই বলেছি আপনি চাইলে ইমেজের জন্য আরও কিছু প্রোপার্টিস এর উপর ভিত্তি করে ফাইলের অ্যাকশন নির্ধারন করতে পারবেন। তাই নিচের চিত্রটি একবার দেখে নিন।

  • এবার প্রয়োজনীয় একশন নির্ধারন করার পালা। আপনি ড্রপ করা ফাইলগুলোকে আসলে কী করতে চান তার উপর ভিত্তি করে অ্যাকশন নির্বাচন করুন। এখানে আমি চাচ্ছি, যে ফাইলগুলোর ফরমেট .jpg তাদেরকে ফ্লোটিং আইকনে ড্রপ করলে তারা ডেস্কটপে থাকা Images ফোল্ডারে মুভ হবে। তাই এখানে মুভ নির্বাচন করে দিলাম।

  • এবং সব শেষে যে ফোল্ডারে ফাইল মুভ হবে সেটা চিনিয়ে দিলাম। ব্যাস, রুল সেট হয়ে গেলো। এবার সেভ করলেই কাজ শেষ।

  • আপনি যে রুলটি সেট করলেন সেটা ডিফল্ট প্রোফাইল হিসাবে কাজ করবে। আপনার ইচ্ছেমতো আপনি প্রোফাইল পরিবর্তন করেও দিতে পারেন।

  • এখন যদি কোন .jpg ফরমেটের ফাইলকে DropIt ফ্লোটিং আইকনের উপর ড্রপ করেন তাহলে সেটা নিচের চিত্রের মতো অনুমতি সাপেক্ষে ডেস্কটপে ইমেজ ফোল্ডারে এসে জমা হবে।

  • দেখুন আপনার কাজ হয়ে গেছে।

বিশেষ ব্যবহারঃ

সফটওয়্যারটি দিয়ে শুধুমাত্র এইটুকুই কাজ করা যায় না, এটা দিয়ে আরও অনেক ধরনের কাজ করা যায়। সবগুলো বর্ণনা করা একটা টিউনের জন্য যথেষ্ট নয়। সফটওয়্যারটির ফিচার সম্পর্কে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। বিভিন্ন রুলস সম্পর্কে এবং ব্যবহারবিধি বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আর বুঝতে সমস্যা হলে নিচের টিউমেন্ট অপশন তো আছেই।

শেষ কথা

টিউনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা বুঝতে যদি কোন রকম সমস্যা হয় তাহলে আমাকে টিউমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। কারন আপনাদের যেকোন মতামত আমাকে সংশোধিত হতে এবং আরো ভালো মানের টিউন করতে উৎসাহিত করবে। সর্বশেষ যে কথাটি বলবো সেটা হলো, আসুন আমরা কপি পেস্ট করা বর্জন করি এবং অপরকেও কপি পেস্ট টিউন করতে নিরুৎসাহিত করি। সবার সর্বাঙ্গিন মঙ্গল কামনা করে আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী টিউনে।

PDF ফাইল এডিট করতে, পড়তে কিংবা এ সম্পর্কিত যে কোন কিছু করতে ৬টি গুরুত্বপূর্ণ টুলস! এই টিউন থাকলে সারাজীবন পিডিএফ নিয়ে ভাবতে হবে না!

কম্পিউটার সুপার ফাস্ট থাকুক এটা প্রত্যেক কম্পিউটার ব্যবহারকারীর সব সময়ের প্রত্যাশা। এ কারনে কম্পিউটারকে ফাস্ট করার জন্য বিভিন্ন সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার ব্যবহার করার একটা হিড়িক পড়ে যায়। কিন্তু দুঃখের কথা হলো সিস্টেম ইউটিলিটি সফটওয়্যারের চাপে অনেক কম্পিউটার আরও বেশি স্লো হয়ে পড়ে। ইউটিলিটি সফটওয়্যারগুলো মুলত এমন সফটওয়্যার যেগুলো পিসির পারফরমেন্স বাড়ানোর জন্য মাল্টিপারপাস কাজ করে থাকে। মানে একটি সফটওয়্যার একাধিক সফটওয়্যারের কাজ করে। সফটওয়্যারের দুনিয়ায় অসংখ্য ইউটিলিটি সফটওয়্যার পাওয়া যায়। যাদের কোনটাই পূর্ণাঙ্গভাবে সব কাজ করতে পারে না। সবগুলোরই কিছুনা কিছু লিমিটেশন থাকে। আমি এই সিরিজটি যখন শুরু করি তখন আমার একটাই উদ্দেশ্য ছিলো বিভিন্ন বিষয়ে বিশ্ব সেরা সফটওয়্যারগুলো আপনাদের সামনে তুলে ধরা। টিউনের ১১ তম পর্বে এসেও আমার সেই ইচ্ছের বিন্দুমাত্র পরিবর্তন হয়নি। তাই হাজারো ইউটিলিটি সফটওয়্যারের ভিড়ে সেরা দশটি সফটওয়্যারের সাথে পরিচিত করানোর পাশাপাশি সেরাদের সেরা সফটওয়্যারটি আপনারকে উপহার দিতেই আমার আজকের সব আয়োজন। আশা করছি এই সফটওয়্যারটি আপনার কম্পিউটারের জন্য সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার সম্পর্কে ধারনা পাল্টে দিবে।

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা সফটওয়্যারগুলোর নাম

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ইউটিলিটি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।

  • 01. System Mechanic | $29.95
  • 02. Fix-It Utilities Pro | $29.95
  • 03. WinOptimizer | $39.99
  • 04. Advanced System Optimizer | $29.95
  • 05. Advanced SystemCare PRO | $29.99
  • 06. TuneUp Utilities | $49.95
  • 07. System Utilities Suite | $24.95
  • 08. WinUtilities | $29.99
  • 09. Norton Utilities | $49.99
  • 10. Uniblue PowerSuite | $59.95
উপরের তালিকাটি থেকে নিশ্চয় বুঝতে পারছেন যে তালিকার শীর্ষে থাকা System Mechanic সফটওয়্যারটিই সবার সেরা সফটওয়্যার। তাহলে সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে চলুন সফটওয়্যারটি সম্পর্কে সংক্ষেপে কিছু জেনে নিই। ফিচারের সাথে চাহিদা মিলে গেলেই তো ডাউনলোড করতে মন চাইবে, তাইনা?

System Mechanic Pro | Price $59.95

উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের System Mechanic সফটওয়্যারের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের সেরাটাই উপহার দিবো। সফটওয়্যারটির সবগুলো ভার্সনই অনেক মূল্যবান হলেও সবচেয়ে বেশি সুবিধা রয়েছে এর প্রোফেশনাল ভার্সনটিতে। ৫৯.৯৫ ডলার মূল্যের সফটওয়্যারটির সবগুলো ফিচার সম্পর্কে জানতে তাদের অফিশিয়াল সাইট হতে একবার ঘুরে আসতে পারেন (নিচের ছবিতে ক্লিক করে)।

আপনারা নিশ্চয় ফিচারগুলো দেখেছেন। তারপরেও গুরুত্বপূর্ণ কিছু ফিচার আমি নিচে উল্লেখ করছি।
  • সফটওয়্যারটি স্বয়ংক্রিয়ভাবে পিসি স্টার্টআপ প্রোগ্রাম নিয়ন্ত্রন করবে। ইন্টারনেট, প্রোগ্রাম অপারেশন এবং গেইমিং পারফরমেন্স বৃদ্ধি করবে।
  • কম্পিউটারের প্রায় ৩০,০০০ টিরও বেশি সমস্যা নিজে নিজেই সমাধান করবে।
  • ৫০ টিরও বেশি ধরনের জাঙ্ক ফাইল ক্লিন করবে এবং পিসির পারফরমেন্স বৃদ্ধিতে ব্রাউজারের হিস্ট্রি, ক্যাশ ইত্যাদিও পরিচ্ছন্ন রাখবে।
  • ক্ষতিকর প্রোগ্রামগুলোকে ব্লক করে দিবে, সিস্টেমে কোন উল্টাপাল্টা সেটিংস থাকলে সেটা নির্ণয় এবং রিপেয়ার করবে।
  • কম্পিউটারের অপ্রয়োজনীয় ব্যাকগ্রাউন্ড প্রোগ্রামগুলোকে অটোমেটিক বন্ধ করে রাখবে।
  • কম্পিউটারে যে সমস্ত প্রোগ্রাম ইনস্টল থাকার পরেও আপনি ব্যবহার করেন না সেগুলো রিমুভ করে দিবে।
  • কম্পিউটারের চালু হওয়ার সময়কে কমিয়ে দিবে। মানে এখন খুব দ্রুত পিসি স্টার্ট হবে।
  • কম্পিউটারের সার্বিক কর্মদক্ষতা বৃদ্ধির জন্য ড্রাইভারগুলো অটোমেটিক আপডেট করবে। বাড়তি সফটওয়্যারের প্রয়োজন হবে না।
  • অটোমেটিক পিসির র‍্যাম ডিফ্রাগমেন্ট হবে, যার ফলে পিসির প্রোগ্রামগুলো দ্রুতগতিতে চলবে।
  • এছাড়াও এন্টিভাইরাস সুবিধা সহ সবগুলো ফিচারের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। আশা করছি টাস্কি খেতে বেশি বাকি থাকবে না।
গুরুত্বপূর্ণ ফিচারগুলো তো এক নজরে নিয়েছেন। এবার চলুন সফটওয়্যারটির অন্দর মহল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুন বিচারী। দেখতে ভালো লাগলেই তো ডাউনলোড করতে মন চাইবে।

System Mechanic - ডাউনলোড

সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ১০৫ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না। ফাইলটি সম্পূর্ণ নিরাপদ এবং এভিজি এন্টিভাইরাস দিয়ে স্ক্যান করা। তারপরেও কারও সমস্যা হলে ইগনোর করতে পারেন।

System Mechanic Pro - ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া

সফটওয়্যারটির ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। এই সিরিজের প্রত্যেকটি সফটওয়্যারের ইনস্টলেশন এবং একটিভেশন প্রক্রিয়া জটিল প্রকৃতির হলেও এটা পানির মতো সহজ। মাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখলেই সফল ভাবে সব প্রক্রিয়া শেষ করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক।

System Mechanic – ইনস্টলেশন প্রক্রিয়া

  • জিপ ফাইলের ভেতরে থাকা সফটওয়্যারটির এক্সিকিউটেবল ফাইলটি রান করুন। তারপর স্বাভাবিক ভাবে ইনস্টল করতে থাকুন। তবে নিচের চিত্রের মতো একটিভেশন মোড জানতে চাইলে দেখানো পদ্ধতিতে টাইম লিমিটেড ট্রায়াল হিসাবে রান করুন।

  • এবার আপনার কাছে একটিভেশন ইমেইল জানতে চাইবে। নিজের মেইল (একটিভেশন কোড পাবেন) অথবা যেকোন একটি মেইল দিয়ে নেক্সট চাপুন। এবং যথারীতি ইনস্টলেশন প্রক্রিয়া স্বাভাবিক নিয়মে শেষ করুন।

  • ইনস্টলেশন শেষ হলে সফটওয়্যারটি রান হতে চাইবে এবং পিসি রিস্টার্ট নিতে চাইবে। কাউকেই অনুমতি দেওয়ার দরকার নেই। আপনি শুধু নির্দেশনা অনুসরণ করুন।

System Mechanic – ফুল ভার্সন একটিভেশনঃ

  • ফুল ভার্সন হিসাবে একটিভেট করতে চাইলে মেডিসিন ফোল্ডারে থাকা ফাইলগুলো কপি করুন এবং সফটওয়্যারটির ইনস্টলেশন ডাইরেকটরিতে পেস্ট করে দিন। ফাইল ওভার রাইট করতে চাইলে করুন। তারপর পিসি রিস্টার্ট দিন এবং সফটওয়্যারটি ফুল ভার্সন হিসাবে ব্যবহার করতে থাকুন।
আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। সফটওয়্যারটি অধিক নিরাপদে ব্যবহার করতে চাইলে মেইন ফাইলটিকে ফায়ালওয়্যাল দিয়ে ব্লক করে দিন।
The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA The Journal USA

বিশ্বসেরা ডাটা রিকোভারি সফটওয়্যার! কম্পিউটারের গুরুত্বপূর্ণ ডাটা আবার হারায় নাকি?

আমাদের ব্যক্তিগত যেকোন তথ্য আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পরবর্তিতে ব্যবহারের জন্য আমরা এগুলো সংরক্ষণ করে রাখি কম্পিউটারের হার্ডডিস্কে, পেনড্রাইভ কিংবা মেমোরি কার্ডে। কিন্তু মাঝে মাঝেই অসাবধানতা বশত আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো ডিলেট হয়ে যায়, হারিয়ে যায় কিংবা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যায়। কথায় আছে, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। খুব কম সংখ্যক মানুষ আছেন যারা হারিয়ে যাওয়া ডাটা গুলোকে ঠিকঠাক মতো ফেরত পান। যদিও আমরা অনেক প্রকার ডাটা রিকোভারি সফটওয়্যার ব্যবহার করে থাকি, তারপরেও সেগুলো প্রয়োজনের সময়ে খুব কমই কাজে লাগে। আমার এই চেইন টিউনের মূল উদ্দেশ্য ছিলো আপনাদের বিশ্বসেরা কিছু সফটওয়্যার উপহার দেওয়া। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই বর্তমান দুনিয়ায় অসংখ্য ডাটা রিকোভারি সফটওয়্যারের ভিড়ে ব্যবহারকারীদের মতামত এবং প্রডাক্টের কার্যকরীতার উপর ভিত্তি করে আপনাদের জন্য সেরা সফটওয়্যারটি আজ উপস্থাপন করছি।

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা সফটওয়্যারগুলোর নাম

২০১৫ সালে তালিকায় শীর্ষে থাকা ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর নাম নিচে দেওয়া হলো। ব্যবহারকারীদের অভিজ্ঞতার আলোকে এবং সফটওয়্যারগুলোর ফিচারের ভিত্তিতে নিচের লিস্টটি করা হয়েছে। সব মনে রাখবেন দামে বেশি হলেই কিন্তু সেটা কাজে ভালো নাও হতে পারে। দাম দিয়ে পণ্যের বিচার করাটা সব সময় ঠিক নয়।

  • 01. Data Rescue PC | $29.95
  • 02. Ontrack EasyRecovery | $79.00
  • 03. Recover My Files Professional | $99.95
  • 04. Stellar Phoenix | $49.95
  • 05. Salvage Data Recovery | $99.00
  • 06. GetDataBack | $69.00
  • 07. Power Data Recovery | $69.00
  • 08. R-Studio | $79.99
  • 09. Data Recovery Wizard | $69.95
  • 10. Advanced Disk Recovery | $39.95
উপরের তালিকাটির শীর্ষে থাকা Data Rescue PC সফটওয়্যারটিকে প্রথম স্থান দিলেও সফটওয়্যারটির লেটেস্ট আপডেট না থাকা, অনলাইন ইনস্টলেশন প্রক্রিয়া এবং কার্যকর মেডিসিন ফাইলের সমস্যার কারনে তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা সফটওয়্যারটি নিয়ে আজ আমরা আলোচনা করবো এবং টিউন শেষে এটার ফুল ভার্সন নিয়ে ঘরে ফিরবো।

Ontrack EasyRecovery 11 Enterprise | Price $499

উপরে বর্ণিত লিস্টে বেসিক লেভেলের ডাটা রিকোভারি সফটওয়্যারগুলোর তালিকা প্রকাশ করা হয়েছে। কিন্তু আমি আজ আপনাদের জন্য সেরাদের সেরাটাই উপহার দিবো। ৪৯৯ ডলার মূল্যের সফটওয়্যারটি ডাউনলোড করার পূর্বে চলুন এর গুরুত্বপূর্ণ ফিচারগুলো সম্পর্কে এক নজরে একটু ধারনা নেওয়া যাক।
  • Ontrack EasyRecoveryএর সবচেয়ে শক্তিশালী এবং কার্যকর সফটওয়্যার Ontrack EasyRecovery Enterprise
  • আপনার কোম্পানির একাধিক ওয়ার্কস্ট্যাশনের নিরাপত্তার জন্য এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন।
  • যেকোন তথ্যকে চিরতরে মুছে ফেলা কিংবা যেকোন পরিস্থিতিতে অক্ষত রাখাতে পারবেন।
  • ভার্চুয়াল অপারেটিং সিস্টেম থেকে ডাটা রিকোভার করার জন্যও রয়েছে সুব্যবস্থা।
  • হার্ডওয়্যার এবং সফটওয়্যারের RAID রিকোভারি সাপোর্ট।
  • ডাটা রিকোভারি ছাড়াও রয়েছে মেইল রিকোভারি, Hex Viewer, হার্ডডিস্ক বেড সেক্টর এনালাইছিস, যেকোন ইমেজ (ISO) তৈরীর টুলস, কপি এবং রিফ্রেস ডিস্কের সুবিধা।
গুরুত্বপূর্ণ ফিচারগুলো এক নজরে নিশ্চয় দেখে নিয়েছেন। এবার চলুন সফটওয়্যারটির অন্দর মহল থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। কথায় আছে প্রথমে দর্শনধারী তারপরে গুন বিচারী। দেখতে ভালো লাগলেই তো ডাউনলোড করতে মন চাইবে।

ডাউনলোড এবং ইনস্টলেশন প্রক্রিয়া

সফটওয়্যারটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার প্রয়োজনের সাথে মিলে যায় তাহলে নিচের ডাউনলোড লিংক থেকে মেডিসিন ফাইল সহ ৫৩ মেগাবাইটের জিপ ফাইলটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সাইজ আপাততো সাধ্যের মধ্যে থাকায় এটা নিয়ে খুব বেশি দুশ্চিন্তা করতে হবে না।

ডাউনলোড প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে ডাউনলোকৃত জিপ ফাইলটি মাউসের রাইট বাটন ক্লিক করে আনজিপ করে নিন। তবে অবশ্যই খেয়ার রাখবেন এই সময় যেন আপনার পিসির ইন্টারনেট সংযোগ এবং এন্টিভাইরাস বন্ধ অবস্থায় থাকে। জিপ ফাইলটি আনজিপ করার পরে এর ভেতরে ২ টি ফোল্ডার (Setup এবং Upadate) এবং Medicine.exe নামের একটি ফাইল পাবেন। প্রথমে Setup ফোল্ডার থেকে ER_WIN_ENT.exe ফাইলটি সেটাপ দিন। তবে সেটাপ প্রক্রিয়া যখন নিচের চিত্রের মতো শেষ অবস্থায় আসবে তখন চিহিৃত চেকমার্ক তুলে দিয়ে সেটাপ কমপ্লিট করবেন।

এবার Upadate ফোল্ডার হতে সবগুলো ফাইল কপি করুন এবং C:\Program Files\Kroll Ontrack\Ontrack EasyRecovery11 Enterprise লোকেশনে গিয়ে সবগুলো ফাইল পেস্ট করুন। পেস্ট করার সময় সবগুলো ফাইলকে ওভার রাইট করতে বললে ওভার রাইট করুন। সেটাপ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার একটিভেট করার পালা।

Ontrack EasyRecovery 11 Enterprise – একটিভেশন

সফটওয়্যারটির একটিভেশন প্রক্রিয়া খুবই সহজ। আমি না দেখালেও আপনারা অনেকেই কাজটি একা একা করতে পারতেন। কিন্তু নতুন ব্যবহারকারীদের কথা চিন্তা করেই বিস্তারিত বর্ণনা করছি। প্রত্যেকটি স্টেপ মনযোগ দিয়ে দেখুন এবং নিজে চেষ্টা করুন। আশা করছি কেউ অকারন ঘাবড়ে যাবেন না।
  • প্রথমে সফটওয়্যারটির আইকন চেপে সেটাকে প্রথমবারের মতো রান করুন। তাহলে নিচের মতো একটিভেশন পেইজ আসবে। এবার চিত্রে চিহিৃত Click Here For Activation Code অপশনে ক্লিক করুন।

  • এবার নিচের মতো করে আপনার কম্পিউটারের ডিফল্ট ব্রাউজার চালু হবে। যেহেতু ইন্টারনেট কানেকশন বন্ধ তাই তাই পেইজ লোড হবেনা। আপনি শুধুমাত্র ব্রাউজারের এড্রেসবার থেকে একটিভেশন URL টা কপি করে নিন।

  • এবার Medicine.exe ফাইলটি কম্পিউটারের এডমিন হিসাবে রান করুন। নিচের প্রথম চিত্রের মতো আসলে খালি বক্সে ব্রাউজারের এড্রেসবার থেকে প্রাপ্ত একটিভেশন URL পেস্ট করে দিন। তাহলে দ্বিতীয় চিত্রের চিহিৃত বক্সে আপনি একটিভেশন কোড পেয়ে যাবেন। এবার এই একটিভেশন কোডটি কপি করে রাখুন।

  • কপি করা একটিভেশন কোডটি নিচের চিত্রে দেখানো জায়গায় পেস্ট করে একটিভেট বাটনে ক্লিক করুন। ব্যাস একটিভেশনের জন্য আপনাকে অভিনন্দন জানাবে সফটওয়্যারটি।

আশা করি আপনারা প্রত্যেকটা ধাপ খুব মনযোগ সহকারে দেখেছেন এবং সফলভাবে সফটওয়্যারটি একটিভেট করতে পেরেছেন। যদি কোন প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে প্রথম থেকে আবার চেষ্টা করুন। সফটওয়্যারটি অধিক নিরাপদে ব্যবহার করতে চাইলে মেইন ফাইলটিকে ফায়ালওয়্যাল দিয়ে ব্লক করে দিন। ফায়ালওয়াল বিষয়ক বিস্তারিত জানতে আমার নিচের টিউন দুটি এক নজরে দেখে নিতে পারেন।

কিছু কথা
এই
সাইটে দেয়া সকল ইনকাম করার টিপস,প্রক্রিয়া/পদ্ধতি এখানে দেয়া ইনকাম করার সাইট সব বিশ্বস্ত এখানে কোন ভুয়া টিপস বা সাইট নিয়ে পোষ্ট করা হয় না ।। ইনকাম করার সকল পদ্ধতি এখানে শিখানো হবে এবং সেই পদ্ধতি গুলো ১০০% সত্যি যে সাইট গুলো সত্যি পেমেন্ট দেই শুধুমাত্র সেই সাইট গুলো থেকে কিভাবে ইনকাম করবেন তা নিয়ে এখানে পোষ্ট করা হয়। তাই এখানকার সকল ইনকাম করার রাস্তা আপনি নির্দিধায় অনুসরন করতে পারেন

আর ছোট খাট হেল্প এর জন্য আমার দেয়া রিফারেল লিংক দিয়ে সকল ইনকাম করার সাইটে রেজিস্ট্রেশন করবেন

***নতুন নতুন ইনকাম করার ওয়ে শিখতে আমাদের সাথেই থাকুন

Popular Posts

Categories

Tips & Trick টিপস এন্ড ট্রিকস Blogspot Download ইন্টারনেট বাংলালিংক Make Money Online tips Blogger Computer Earn Without Investment Neobux TELECOMMUNICATION অনলাইন একের ভিতর সব ওয়েব ডিজাইন গুগল মেইল গ্রামীণফোন ডাউনলোড নেটওয়ার্ক বাংলালিংক সিম মোবাইল মোবাইলীয় Advance Computer Operating Affiliates Marketing Apps Audio Editor Awesome Cursors for Bloggers BD JOBS Computer Guru Copy Direct Link Data Recovery Software Design Earn Money Online Facebook File Management File arrangement Free Full Verified Paypal GP Internet Tips GP MB এর মেয়াদ বাড়ানো Gokano.com Gp eid Offer Gp flexi plane Headphone Internet Tips Internet Trick Jobs Keyboard Shortcut Link Generator MS word MS word Keyboard Shortcut Messager Mining site Mobile Net Speed Online Jobs PC Solve PDF Editor PDF Reader PDF Tools Paid Apps Payoneer Paypal SEO Sitemap Software Web Hacking Windows Windows Doctor Windows Problem Solve bangladeshi domain hosting cheap domain hosting daily income domain-hosting gp free 1gb 7 days gp free 1gb data gp free 1gb internet bonus gp free 1gb internet offer by referring friends gp free 250mb data gp offer grameenphone free 1GB internet new gp offer torrent to idm tutorial what will you do youtube tricks অটো রিফ্রেশ অফার অ্যাফিলিয়েট মার্কেটিং আমার টিউন্স ইউটিউব ইউটিউব ট্রিক ইলেকট্রনিক গেজেট ইলেক্ট্রনিক্স ওপেন সোর্স ওয়াইফাই ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ব্রাউজার ওয়েব সাইট কম্পিউটার করবেন না কাজ ক্ষতিকর দিক গুরুত্বপূর্ণ জেনে রাখুন টরেন্ট (torrent) ফাইল ডাউনলোড করুন আইডিএম ব্যবহার করে টিউটোরিয়াল টিপস ডেস্কটপ টিপস তথ্য প্রযুক্তি দৈনিক আয় নতুন ও বন্ধ সিম নতুন পদ্বতি নাম ও লিঙ্ক নিরাপদ নেটওয়ার্কিং পার্শ্ব প্রতিক্রিয়া পাসওয়ার্ড প্রযুক্তি প্রয়োজনীয় ওয়েবসাইট ফ্রি ফ্রি ইন্টারনেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য বুকমার্ক ব্যাকআপ ব্লগ সাইট মাউস নষ্ট হলে কি করবেন মাস্টারকার্ড রাউটার রেজিষ্ট্রেশন সংগ্রহ. বাংলাদেশী. ডোমেইন/হোস্টিং. প্রভাইডার. তালিকা .A টু Z সচেতন হোন সাবধান হোন সিম ক্লোনিং সেলফি স্টিক হার্ড ড্রাইভ হেডফোন হ্যাকিং ১GB ৫ টাকায়

Blog Archive

Contact Form

Name

Email *

Message *