Blogger Widgets

25 October Big Restock Prizes নিয়ে হাজির হচ্ছে Go. তাই সময় থাকতে এখনই একাউন্ট করে পয়েন্ট জমাতে থাকেন।


সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন। আজ আমি আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেটি একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট। এই সাইটের মাধ্যমে প্রতিদিন পয়েন্ট আর্ন করে জমানো পয়েন্ট দিয়ে ফ্রিতে নিয়ে নিতে পারেন ১৬ জিবি পেনড্রাইভ সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট। আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি। এই সাইট এর মাধ্যমে কালেক্ট কৃত পয়েন্ট কে বলা হয় GN। প্রতিদিন লগইন করলে পাবেন 1 GN এবং প্রতিদিন একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন 1 GN।  আর এই পয়েন্ট কালেক্ট করার জন্য আপনাকে দিতে হবে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময়। তাহলে আর দেরি না করে নিচে দেওয়া Sign up লিংকে গিয়ে একটি একাউন্ট করুন।

এরপর ইমেইল ভেরিফিকেশন করুন।  সাইন আপ করার সময় অবশ্যই আসল নাম ঠিকানা ব্যবহার করবেন ।
এখন কিভাবে পয়েন্ট GN কালেক্ট করবেন :
১. লগইন করুন এবং Collect daily points এ ক্লিক করুন (আপনি ১ পয়েন্ট পাবেন)।
২. এরপর Complete The missions এ ক্লিক করুন (এখানে একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো ১ পয়েন্ট)।
৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন ১ পয়েন্ট)।
30 GN কালেক্ট করতে হলে আপনাকে ১৫ দিন লগইন করে পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন আপনার পয়েন্ট 30 GN হবে তখন আপনি Kingston DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার করতে পারবেন । কিভাবে অর্ডার করবেন দেখুন-

এছাড়া আপনি অন্যান্য Product stock অনুযায়ী পয়েন্ট জমিয়ে কিনে নিতে পারবেন।


Kingston DataTraveler 100 G3 16GB USB 3.0 অর্ডার হাতে পাওয়ার ছবি দেখুন।


এছাড়া আপনি যদি ৩০ জনকে রেফার করতে পারেন তাহলে আপনি গোল্ড মেম্বার হবেন। এবং Go. গোল্ড মেম্বারদের প্রত্যেক কে ১ টি করে Go. টিশার্ট ফ্রীতে দিয়ে থাকে।

কিছু শর্ত ও সতর্কবার্তা :
১. প্রতিদিন লগইন করুন এবং ২ পয়েন্ট কালেক্ট করুন।
২. লোভে পরে নিজের রেফারেল এ নিজে নিজে একাউন্ট খুলবেন না।  যদি করেন তাহলে
আপনার একাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে? ধন্যবাদ!
JOIN TO CLICK HERE

যে কোন অপারেটরের সিম রেজিস্ট্রেশন করুন ঘরে বসেই মাত্র একটি এসএমএস পাঠিয়ে!

দেশের সব মোবাইল ফোন অপারেটরের সিম পুনরায় রেজিস্ট্রেশন করুন ঘরে বসেই। এ জন্য একটি এসএমএস পাঠিয়ে দিলে মুহূর্তেই সিমটি রি-রেজিস্ট্রেশনের জন্য সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের তালিকায় অন্তর্ভুক্ত থাকবে। এ জন্য এসএমএস-এর কোন ফি কাটবে না মোবাইল অপারেটররা।  ‘অবৈধ ও অনিবন্ধিত সিম দেশ ও জাতির জন্য বিপদজনক’ শিরোনামে সবগুলো মোবাইল অপারেটররা একটি পোস্টার প্রকাশ করেছে। সেখানে এসএমএস-এর মাধ্যমে মোবাইল সিম রি-রেজিস্ট্রেশন করার পদ্ধতি উল্লেখ করা হয়েছে। নিবন্ধিত বা অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হলে নির্ধারিত নিয়মে এসএমএস পাঠালে মুহূর্তেই একটি ফিরতি এসএমএস-এর মাধ্যমে তা গ্রহণ করা হয়েছে বলে অপারেটরটি জানিয়ে দেবে।  পোস্টারে দেওয়া তথ্য মতে এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম। এয়ারটেল, বাংলালিংক, সিটিসেল, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা প্রথমে আপনার মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে লিখুন জাতীয় পরিচয়পত্রের নম্বর, পরিচয়পত্র অনুযায়ী আপনার জন্ম তারিখ এবং আপনার পূর্ণ নাম। এরপর তা পাঠিয়ে দিন ১৬০০ নম্বরে।
SIM
ফিরতি এসএমএসে আপনার প্রাপ্তি নিশ্চিত করে জানানো হবে আপনার তথ্যটি তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা।

এছাড়াও প্রত্যেকটি মোবাইল অপারেটরের ওয়েবসাইট বা হেল্পলাইন থেকেও সহায়তা নিতে পারেন।  এর আগে ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র বাংলালিংক সিম রেজিস্ট্রেশনের পদ্ধতি জানিয়েছিল অপারেটরটি। বাংলালিংক তাদের ওয়েবসাইটে জানিয়েছে, তথ্য হাল নাগাদ করতে আবেদন করুন। সম্মানিত গ্রাহক, আপনার সংযোগের সঠিক নিবন্ধন মোবাইলের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারে। এখন আপনিই আপনার সংযোগের তথ্যাদি সকল শর্তানুযায়ী সঠিকভাবে হাল নাগাদের জন্য আবেদন করতে পারবেন। তথ্য হাল নাগাদের জন্য আবেদন করতে আপনার মোবাইল নাম্বারটি প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরন করুন। কর্পোরেট ও এসএমই গ্রাহকদের জন্য নতুন করে তথ্য হাল নাগাদের প্রয়োজন নেই। এ জন্য প্রথমে http://www.banglalink.com.bd/bn/customer-care/banglalink-self-care/update-your-information এই ঠিকানায় গিয়ে আপনার মোবাইল নাম্বারটি লিখুন এবং নিচের নাম্বারটি টাইপ করে Next এ যান, আপনার মোবাইলে একটি কোড আসবে ওই কোডটি দিয়ে সাবমিট করুন, তারপর আপনার নাম, জন্মতারিখ, একটি ছবি, ভোটার আইডি কার্ড অথবা যে কোন আইডি কার্ডের দুটি পার্ট সংযুক্ত করতে হবে। এরপর Save এ click করে বেরিয়ে আসুন। আপনার সিম রেজিস্ট্রেশন চূড়ান্ত হলে আপনাকে জানিয়ে দেওয়া হবে। প্রসঙ্গত, দেশের চলমান ১৩ কোটি মোবাইল ফোন গ্রাহকদের তথ্য হালনাগাদ করতে উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তারানা হালিম। আগামী ১৬ অক্টোবর থেকে আনুষ্ঠানিকভাবে এ তথ্য হালনাগাদ করা শুরু হবে। ইতিমধ্যে মোবাইল অপারেটরদের সংগ্রহে থাকা মোবাইল সিমের তথ্য যাচাই করতে নির্বাচন কমিশনের কাছে এনআইডির তথ্য দিতে শুরু করেছে অপারেটররা। তবে তার আগে এসএমএস-এর মাধ্যমে গ্রাহকদের তথ্য সংগ্রহ করতে শুরু করেছে সকল মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

জিমেইল সহ অন্যান্য সার্ভিস একাউন্ট চিরতরে ডিলেট করতে চান? কিন্তু পারছেন না…! তাহলে এই টিউনটি আপনার জন্য!!

বিভিন্ন ইমেইল একাউন্টের মধ্য আমরা অনেকেই গুগলের জিমেইল ব্যবহার করি। এবং সারা বিশ্বের ইমেইল ইজারের মধ্য গুগলের ইউজার সবচেয়ে বেশী। কারন আপনি যদি একটি জিমেইল একাউন্টের অধিকারী হন তাহলে একই সাথে গুগলের প্রায় ১ ডজন সার্ভিস ব্যবহারের সুযোগ পাবেন। যাইহোক গুগলের পটভূমি নিয়ে অতটা আলোচনা করব না। এবার কাজের কথাতে আসি। গুগল প্রায়ই ইন্টারফেস পরিবর্তন করে বলে অনেকের বিভিন্ন সেটিংস/অপশন খুজেঁ পাইতে সমস্যা হয়। সিকিউরিটি অপশন যোগ, প্রফাইল এডিট করা, কিংবা বিশেষ কারনে জিমেইল একাউন্ট ডিলেট করা ইত্যদি।

মূলত যাদের একাধিক জিমেইল একাউন্ট আছে। কিন্তু তেমন একটা ব্যবহার করা  হয়না, অযথা পড়েই থাকে। অপরদিকে একাধিক মেইল মডিফাই ও সিকিউরিটি নিয়ন্ত্রণ করাটাও অনেকের কাছে ঝামেলা মনে হতে পারে। উদাহরন হিসাবে বলছি ব্যক্তিগত আমার প্রায় একাধিক মেইল ছিল তাও প্রায় আজ থেকে ৩ বছর পূর্বের। তেমন একটা ব্যবহার করা হত না বিধায় কিছুদিন পূর্বে প্রায় সব গুলোই ডিলেট করে ফেলি। সুতরাং আমার মত এমন অবস্থা হয়ত অনেকেরই। এবার টিউনের আলোচনা হিসাবে  দেখাব কিভাবে আপনি আপনার জিমেইল একাউন্টকে ডিলেট করবেন? যদিও অনেকেই আমাকে ফেবুতে এই বিষয় নিয়ে একটি টিউন করার অনুরোধ করেছিলেন। আসলে যারা জানেন তাদের কাছে বিষয়টি অনেক সহজ!

চিত্রনুযায়ী কাজের কৌশল

১। প্রথমে আপনার জিমেইল একাউন্টে লগইন করুন > মেইল একাউন্টের উপরে ডান পাশের প্রফাইল আইকন হইতে  Privacy অপশনে ক্লিক করুন।


২। একটি নতুন উইন্ডো/ট্যাব ওপেন হবে> নির্দেশনা অনুসরন করুন Overview > My Account

৩। ডান পাশের প্যান হইতে নির্বাচন করুন Delete Google Account & Data

৪। আপনার জিমেইলের লগইন অপশন আসবে সুতরাং নতুন করে লগইন করুন > নিচের চিত্রের মতো দুইটি অপশনে টিক মার্ক দিয়ে Delete Account বাটনে ক্লিক করুন

৫। একটি বার্তা পাবেন> ওকে করলেই জিমেইল একউন্টটি লগ আউট হয়ে যাবে। ব্যাস কাজের প্রক্রিয়া এখানেই শেষ!

নির্দেশনা

১। একাউন্ট ডিলেট করা হয়ে গেলে কোনভাবেই লগইন করার চেষ্টা করবেন না। কারন, তাতে পূনরায় একাউন্ট রিস্টোর/রিকভারি হয়ে যাবে।
২। পূনরায় কোন লগইন না করলে ১৫ দিন পর একাউন্ট স্থায়ীভাবে ডিলেট হয়ে যাবে যা পরবর্তীতে কোন ভাবেই রিকভার করা যাবে না।
৩। টিউনের আলোচনা অনুযায়ী জিমেইল একাউন্ট ডিলেট হবার সাথে আপনার জিমেইল একাউন্টের অন্তগর্ত অন্যান্য একাউন্ট যেমন: ব্লগার, গুগল ড্রাইভ, ইউটিউব, গুগল+ ডিলেট হয়ে যাবে।
৪। স্পর্শকাতর কোন বিষয় যেমন: গুগলের পাওনাদি, পূর্বে কোন টার্মস ভঙ্গের  কারনে একাউন্ট ডিলেট নাও হতে পারে।
৫। অনেকেই প্রশ্ন করবেন যে, ডিলেট করা একউন্টটি অন্য কেউ পরবর্তীতে ব্যবহার করতে পারবে কিনা! গুগলের টামর্স অনুযায়ী প্রাথমিকভাবে ডিলেট করা একাউন্ট প্রথমত কেউ ২ বছর ব্যবহার কিংবা রিকভারি করতে পারবে না। অতপর ২ বছর পর যে কেউ মালিকানা হিসাবে নতুন করে পূর্বের নামে একাউন্ট ক্রিয়েট করার সুযোগ পাবেন।
পরশেষে আশা করি টিউনের আলোচনা অনুযায়ী এবার নিজেই উপরোক্ত কাজটি করতে পারবেন। সুতরাং আপনার কোন অব্যবহৃত কিংবা অপ্রয়োজনীয় জিমেইল একাউন্ট থাকলে ডিলেট করাটাই হবে বুদ্ধিমানের কাজ। সুতরাং এখনি শুরু করে দিন।
বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন-
ফেসবুক  | গুগল প্লাস পেজ |

উপভোগ করুন হলোগ্রাফিক ছবি/ভিডিও তাও আবার বাসায় বসেই !!!

অনেকদিন পর আজকে একটা মজার টিউন নিয়ে আসলাম। বাসায় বসেই উপভোগ করুন হলোগ্রাফিক ছবি/ভিডিও, এটাই মনে হয় সবচেয়ে সহজ পদ্ধতি কোন ছবি কে 3D আকারে শুন্যে দেখার জণ্য,আর কোন কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই, টিউন টা ভালমত পরুন A টু z
এর জন্য আপনাদের যা যা লাগবে,
১।প্লাস্টিকের স্বচ্ছ বোর্ড (সিডি অথবা ডিভিডি স্বচ্ছ কেস)
২।বোর্ড কাটার জন্য ব্লেড।
৩।স্বচ্ছ টেপ(নতুন পিসি বাক্সে যে রকম টেপ লাগানো থাকে)
৪।কলম, কাগজ, স্কেল।
৫।আপনার মোবাইল।
কাজের বিবরনঃ
১। প্রথমে একটা সাদা কাগজে নিচের ছবির মাপ মত ট্রাপিজিয়াম সেইপ আকুন।মাপ ঠিক মত করার জন্য গ্রাফ পেপারে করতে পারেন।
এটা খুব সহজ,আমরা সবাই অঙ্কের ক্লাসে জ্যামিতি করছি, এই ধরনের সেইপ আকছি, তাই সবাই পারবেন আশা করি।এখন কাচি দিয়ে
কাগজ টা কেটে ট্রাপিজিয়াম সেইপ বের করুন  (লাল রঙের সেপ টা)।

২। আপনার কাছে প্লাস্টিকের স্বচ্ছ বোর্ড,সিডি অথবা ডিভিডি স্বচ্ছ কেস যতটুকু পু্রু যদি থাকে বা সিডি অথবা ডিভিডি স্বচ্ছ কেস  হলেও চলবে, এর উপর কাগজের সেইপ টা রেখে তার মাপের স্বচ্ছ বোর্ডটা ব্লেড দিয়ে কেটে ট্রাপিজিয়াম সেইপ বের করুন।
নিচের ছবির মত   ৪ টা ট্রাপিজিয়াম সেইপ বানান।

৩। এখন নিচের ছবির মত করে ট্রাপিজিয়াম সেইপ গুলা স্বচ্ছ টেপ দিয়ে জোড়া লাগান।তাহলে এই ছবির মত তৈরী হবে।পিরামিড এর মত উলটানো।

৪। এখন আপনার মোবাইল বন্ধ করুন এবং আপনার মোবাইল এর স্ক্রীন এর উপর ওই পিরামিড সেইপ যেটা এতক্ষন বানালেন তা রাখুন, আমার টা samsung মোবাইল,

উপরের ছবির মত করে মোবাইল টা যে অবস্থানে ধরে রেখেছি সেভাবে যেন আপনি মোবাইল স্ক্রীন না দেখতে পান, এখন মোবাইল চালু করুন।
দেখবেন ওই পিরামিড সেইপ এর ভিতর 3D আকারে লোগো টা দেখা যাচ্ছে, মনে হবে লোগো টা বাতাসে ভেসে উঠল। দেখার আগে
রুম টা অন্ধকার করবেন,তাহলে খুব ভাল বুজতে পারবেন, আমি তো দেখেই অবাক কিভাবে বাতাসে ছবি দেখা যায়,মনে হল মোবাইল থেকে ছবি
বের হয়ে উপরে উঠল। স্ক্রীন এর যে কোন স্থানে পিরামিডটা রাখবেন না, যে জায়গায় আমরা samsung লোগো টা দেখি ঠিক ওখানে রাখবেন।আপনার যদি samsung মোবাইল হয় তাহলে মোবাইল অন করার পর আমরা স্ক্রীনে যে samsung লোগো টা দেখি ওটা মনে হবে মোবাইল থেকে উপরে উঠল। অন্য মোবাইলেও লোগো যেখানে দেখা যায় ওখানে রাখবেন।
আপনি শুধু এই লোগো নয়, আপনি মোবাইল এর কোন ভিডিও প্লে করে সেটাও দেখতে পারবেন ওই সেইপ এর ভিতর, তবে সব ভিডিও দেখে ভাল বুঝবেন না, আপনি আতশবাজি ফুটানোর কোন ভিডিও প্লে করে দেখতে পারেন,মনে হবে ঘরের ভিতর শুন্যে আতশবাজি ফুটছে।
আপনি হলোগ্রাফিক ছবির নাম শুনে থাকবেন, কোন ছবি কে 3 ডাইমেনশনে দেখার ব্যবস্থা, সেটাই এখানে করার চেস্টা করেছি। আশা করি টিউন টা ভাল লেগেছে। ঠিকমত সেইপ টা বানাতে পারলে আর ছবিতে যে পজিশনে মোবাইল টা ধরে রেখেছি সেভাবে করলে ঠিকই বুঝবেন হলোগ্রাফিক ছবির মজা।
                                                      আপনাদের জন্য ২ টা ছবি দিলাম আমি যা দেখেছি,



সবশেষ কথা, সেইপ বানানোর সময় ব্লেড বা কাটার যে টাই ব্যবহার করুন সাবধানে করুন, কোন দুর্ঘটনার জন্য টিউনার দায়ী নয়।
সিডি কেস কেমন পুরু বুঝতেই পারছেন, আমি পুরান ছুরি দিয়ে কেটে বানাইছি, অনেক সময় লাগছে।
কিছু জানতে হলে টিউমেন্ট দিন।
***Youtube এ গিয়ে piramid hologram video লেখে সার্চ দেন, অনেক ভিডিও পাবেন, ভিডিও প্লে করার পর শুরু তে একটা ক্রস চিন্য দেখবেন ওটার ঠিক মাঝে আপনার বানানো সেপ টা বসান, তারপর দেখতে থাকুন, যেভাবে টিউনে বলেছি***
সবাইকে ধন্যবাদ।

TC : শিবলী

Grameenphone gives 1GB free internet data offer

Grameenphone gives 1GB free internet data offer for non-data user who (used less than or equal to 150KB data in the last 90 days)



offer details/conditions

• Customers who have used less than 150KB is last 90 days are considered as non internet users are eligible for this offer

• first write G1 and send sms to 9999 and get 250MB free.

•  Now to get next 750MB data , Tell your friends about the offer and send message from your friends number “G1”<space>”Your Number” to 9999; so that you can get another 250MB data free along with them!!

• This way you can get up to 750MB free internet by referring to max 3 friends plus your 250MB data, meaning 1GB data totally free!!
• free internet validity 7 days


• A non data user can refer his number to unlimited number of non data user friends to get free 250 MB internet within the campaign period

• to know internet balance dial *567#

• Offer is only valid for prepaid customers

• The referral offer ends on 13th October 2015

Collected From

ফ্রিতে নিয়ে নিন সেলফি স্টিক আর সেলফি তুলুন আরামচ্ছে

আজ আপনাদের একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব, Gokano.com এর সাথে। অনেকেই হয়ত এই সাইটে সাইন আপ করেছেন এবং অনেকেই মনে করছেন সাইটটি মনে হয় ফেইক। বলে রাখি এটি পোলেন্ড ভিত্তিক একটি ট্রাস্টেড এলিট ওয়েব সাইট। তাই আপনাদের বলছি এই সাইটে প্রতিদিন ২ মিনিট সময় দিন আর ফ্রি তে প্রোডাক্ট আনুন।
যারা এই সাইট সম্পর্কে জানেন না তাদেরকে বলি, এই সাইটের মাধ্যমে প্রতিদিন পয়েন্ট আর্ন করা যায় এবং এই জমানো পয়েন্ট দিয়ে আপনি ফ্রি তে নিয়ে নিতে পারবেন সেলফি স্টিক থেকে শুরু করে Western Digital Portable Hard Drive, সহ আকর্ষনীয় সব ইলেকট্রনিক গেজেট। আর আমাদের জন্য সবচেয়ে ভালো খবর হচ্ছে এটি ওয়ার্ল্ড এর সব দেশ সাপোর্ট করে এবং শিপিং চার্জ ফ্রি। এই সাইট এর মাধ্যমে কালেক্ট কৃত পয়েন্ট কে বলা হয় GN। প্রতিদিন লগইন করলে পাবেন 1 GN এবং প্রতিদিন একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন 1 GN। আর এই পয়েন্ট কালেক্ট করার জন্য আপনাকে দিতে হবে সর্বোচ্চ ২ থেকে ৩ মিনিট সময়।
দেখে নিন কি কি প্রোডাক্ট ফ্রি তে দিয়ে থাকে:

কিভাবে সাইন আপ করবেন: প্রথমে এই লিংকএ গিয়ে সাইন আপকরুন এরপর ইমেইল ভেরিফিকেশন করুন। সাইন আপ করার সময় অবশ্যই আসল নাম ঠিকানা ব্যবহার করবেন, কারণ আপনার দেওয়া নাম ও ঠিকানায় আপনার অর্ডার কৃত প্রোড্রক্ট পাঠানো হবে।

দেখে নিন কিভাবে ফর্ম ফিল আপ করবেন:


কিভাবে পয়েন্ট GN কালেক্ট করবেন :
১. লগইন করুন এবং Collect daily points এ ক্লিক করুন। (আপনি 1GN পয়েন্ট পাবেন)
২. এরপর Complete The missions এ ক্লিক করুন। (এখানে একটি ভোট দেওয়ার মাধ্যমে পাবেন আরো 1GN পয়েন্ট)
৩. Invite Friends (একজন রেফার করলে পাবেন 1GN পয়েন্ট)

কিভাবে প্রোডাক্ট অর্ডার করবেন :
আপনার কাছে GN পয়েন্ট থাকলেই আপনি প্রোডাক্ট অর্ডার করতে পারবেন না। কারণ Gokano প্রতি মাসে ১ বার অর্ডার নেয় এবং প্রোডাক্ট অর্ডার নেওয়ার তারিখ অনেক আগেই সাইটে টিউন আর মাধ্যমে জানিয়ে দেওয়া হয়। আর এটাকে Restock Date বলা হয়।
ধরুন আপনি একটি সেলফি স্টিক অর্ডার করতে চান এজন্য আপনাকে ৩০ দিন লগইন করে ৬০GN পয়েন্ট কালেক্ট করতে হবে। এভাবে যখন আপনার পয়েন্ট ৬০ GN হবে তখন আপনি Selfie Stick অর্ডার করতে পারবেন। এছাড়া আপনি অন্যান্য Product পয়েন্ট জমিয়ে কিনে নিতে পারবেন।


গোল্ড মেম্বারদের জন্য অফার : Gokano.com গোল্ড মেম্বারদের প্রত্যেক কে ১ টি করে Gokano টিশার্ট ফ্রীতে দিয়ে থাকে। আপনি যদি ৩০ জনকে রেফার করতে পারেন তাহলে আপনি গোল্ড মেম্বার হবেন। তখন আপনি প্রতিদিন ৪ পয়েন্ট করে আর্ন করতে পারবেন।
সতর্ক বার্তা : লোভে পরে নিজের রেফারেল এ নিজে নিজে একাউন্ট খুলবেন না। যদি করেন তাহলে আপনার একাউন্টটি সাসপেন্ড হয়ে যেতে পারে।

দেখে নিন সকল প্রয়োজনীয় ওয়েবসাইট এর নাম ও লিঙ্ক

আমাদের সব সময় আনেক সাইটের নাম মনে রাখার সরকার হয় কিন্তু সব সাইটের নাম কি আর কেই মনে রাখতে পারে? তাই একসাথে আমার দেখা কিছু সাইট এর নাম দিলাম

প্রথমেই আসি প্রযুক্তি বিসয়ে

১।tt টেকটীউন্স, দারুন একটি ব্লগ যা পরলে আমার মনে হয় আর কোন বাংলাদেশী ব্লগ পড়ার প্রয়োজন নাই ‘
২। পিসিহেল্পলাইনবিডি আগে ভাল ছিল কিন্তু এখন আর সেই রকম টিউনার নাই

খেলার খবরের জন্য

১। ক্রিক ইনফুঃ ভাল খেলার নিউজ দেয়। নিঃসন্দেহে। আম্আর নিয়মিত প্রবেশ ছিল এই সাইটে। কিন্তু কিছু নিউ ফিচারের কারনে আর এটা আগের মত লাগে না
২। ক্রিকবাজঃ খেলার নিউজ, লাইভ আপদেট এর জন্য আমার কাছে বতর্তমানে সেরা সাইট।

নিউজপেপার

১। প্রথম আলো
২। কালের কন্ঠো
৩। সমকাল
৪। যুগান্তর

অনলাইন পেপার

অনেক ভুয়া ভুয়া সাইট আছে যারা টাকা ইনকামের জন্য বানানো নিউজ দেয়। সো আমার কাছে এই দুইটাই ভাল লাগে
১। বাংলানিউজ ২৪
২। বিডিনিউজ ২৪

রেসাল্ট এর জন্য

১। hsc, ssc, jsc, psc এর জন্য এডুকেশনবোর্ড
২। জতীয় এর রেসাল্ট এর জন্য এখানে

দেশের মোবাইল অপারেটরদের সাইট

১।গ্রামীনফোন
২।বাংলালিঙ্ক
৩।রবি
৪।টেলিটক

টিচার রেজিসট্রেশন এন্য

নন গভার্মেন্ট টিচার রেজিস্ত্রেশন

স্কুল কলেজের টিচারদের জন্য

এখানে

ডোমেইন অথবা হোস্টিং কিনতে চান ? কেনার আগে কয়েকটি বিষয় ভালভাবে ভেবে দেখুন

অনেকেই ব্যক্তিগত ওয়েব সাইট অথবা প্রতিষ্ঠানের জন্য ওয়েব সাইট খুলতে চান। এজন্য প্রথমেই দরকার একটি ডোমেইন নেম।
তারপর ডোমেইনটি হোস্ট করার জন্য ওয়েব স্পেস।পৃথিবীতে হাজার হাজার কোম্পানি আছে ডোমেইন এবং হোস্টিং সেবা প্রদানের জন্য। কিন্তু সবগুলোই ভাল সার্ভিস প্রদান করে না। অনেকেই আছেন যারা হুট করে ডোমেইন এবং হোস্টিং কিনে ফেলেন। পরে এটি থেকে নিজের মনের মতো সুবিধা না পেলে দুঃখ প্রকাশ করা ছাড়া কিছু করার থাকে না।তাই যে সব বিষয় সম্পর্কে অবগত না হয়ে ডোমেইন এবং হোস্টিং কেনা উচিত না বলে আমি মনে করছি তা আগেই জেনে নিন।
ডোমেইন কেনার আগে যা ভাববেন-
১. ডোমেইন নেম কেমন হবে-
মানুষ ডোমেইন মানেই ডট কমকে মনে করে থাকে। তাই সব সময় ডট কমকেই প্রাধান্য দিতে হবে।
সহজে মনে রাখা এমন হতে হবে।
যেন সহজে বানান করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে।
যেন শ্রুতিমধুর হয়, উদ্ভদ কোনো ডোমেইন পছন্দ করে পাঠকে ভড়কে দেবার প্রয়োজন নেই।
ডোমেইন যথা সাধ্য ছোট রাখার চেষ্টা করতে হবে।
যেন অন্য কোনো প্রতিষ্টিত ওয়েবসাইটের নামের সাথে গুলিয়ে না যায় সে দিকে খেয়াল রাখতে হবে।
২. ডোমেইন রেজিস্ট্রার পছন্দ করবেন যেভাবে-
যেহেতু বাংলাদেশে পেপাল ও ক্রেডিট কার্ড এর সুবিধা নাই, সেহেতু বাংলাদেশি ডোমেইন রেজিস্ট্রার থেকেই কিনতে হবে।ডোমেইন কেনার আগে কয়েকটা রেজিস্ট্রারের তালিকা তৈরি করুন। তারপর তাদের সাথে যোগাযোগ করুন।
সবাইকে জিজ্ঞাসা করুন ডোমেইনের ফুল কন্ট্রোল প্রদান করে কি না। ফুল কন্ট্রোল ছাড়া ডোমেইন কিনবেন না।
ডোমেইনের দামের ব্যাপারে চিন্তা করুন। অনেকেই ২০০-৪০০ টাকায় ডোমেইন অফার করে থাকে। এদের পরিহার করুন। কারন ICANN ডোমেইন নেম নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান। তাদের ফি ১৮ সেন্ট আর .com এবং .net verisign এর মাধ্যমে রেজি করতে হয়। তাদের প্রাইস ৫০০ টাকার উপরে। তাই বাংলাদেশি রিসেলাররা কিভাবে এই টাকায় দিবে চিন্তা করুন।
কমদামে ডোমেইন কিনে পরে প্রতারিত হওয়ার সম্ভবনা বেশি। যেমন- রিনিউ করার সময় আপনার কাছ থেকে বেশি টাকা দাবী করা হতে পারে। অথবা সাইট জনপ্রিয় হলে ডোমেইনটি হাইজেক করা হতে পারে।
হোস্টিং কেনার আগে যা ভাববেন-
ডোমেইন পছন্দ করা এবং কেনা শেষে ডোমেইনটা হোস্ট করতে হবে। হোস্টিং ছাড়া ডোমেইন দিয়ে কোন কাজ হবে না। তাই হোস্টিং প্রোভাইডার নির্বাচন করার আগে কি কি বিষয় ভেবে দেখতে হবে তা জেনে নেই।

১. বাজেট-
প্রত্যেকেরই একটা আনুমানিক বাজেট থাকে যার মধ্যে সে হোস্টিং কিনবে। একই সাথে ভাল মানের এবং কম টাকার মধ্যে কিনতে হলে অবশ্যই আপনাকে বাজার ঘুরে দেখতে হবে। আপনার বাজেট নির্ধারণ অবশ্যই বাস্তব সম্মত হতে হবে।একটা কথা মনে রাখতে হবে যেমন টাকা পে করবেন তেমন সার্ভিস পাবেন। আপনি যেমন ডিমের দামে মুরগী পাবেন না তেমনি হোস্টিং এর ক্ষেত্রেও তা প্রযোজ্য। একটা ডেডিকেটেড সার্ভারের প্রাইস ১৫০-৫০০ ডলার প্রতি মাসে এখন আপনি যদি ৫০ জিবি স্পেস ২ ডলার মাসে চান তাহলে আপনাকে ডাউনটাইম, সাইট স্লো লোডিং এসব বিষয় সহ্য করতে হবে। তাই কেনার আগে এ বিষয়টি ভেবে দেখুন। সস্তার তিন অবস্থা এই কথাটি মাথায় রাখুন।
২.ডিস্ক স্পেস-
আপনাকে স্পেস এর কথা চিন্তা করতে হবে। আপনার ওয়েব সাইটের জন্য কতটুকু স্পেস লাগবে তা হিসাব করে নিন। আপনি যদি ব্যক্তিগত ওয়েব সাইট করতে চান যাতে শুধু কয়েকটা পেজ থাকবে তাহলে ৫০ এমবি স্পেসই যথেষ্ট। আর যদি চিন্তা ব্যক্তিগত ব্লগ টাইপের ওয়েব সাইট হবে তাহলে ৫০০-১০০০ এমবি স্পেসই যথেষ্ট। আর আপনি যদি চিন্তা করেন ছবি, গান, ভিডিও রাখবেনতবে আপনাকে বড় ওয়েব স্পেসের দিকে নজর দিতে হবে। অনেকেই দেখা যায় ৫০০ এমবি হোস্টিং যথেষ্ট সাইট হোস্ট করার জন্য কিন্তু কিনে ফেলেন ৫-৫০ জিবি। বছর বছর টাকা দিয়ে যাচ্ছেন কিন্তু ব্যবহার করতেছেন ২০০ এমবি। তাই অযথা স্পেসের জন্য অতিরিক্ত টাকা না দিয়ে সবচেয়ে ছোট প্লান থেকে শুরু করুন। আপনার যদি স্পেস বেশি প্রয়োজন পড়ে তাহলে পরবর্তী প্লানে আপগ্রেড করে নিবেন। এবং প্রায় সব কোম্পানিই আপগ্রেড সুবিধা দিয়ে থাকে।
আনলিমিটেড স্পেসের ফাঁদে পা দিবেন না। এটা একটা মার্কেটিং ট্রিকস। কোন কোম্পানিরই আনলিমিটেড স্পেস দেয়া সম্ভব না। একবার চিন্তা করুন তো আপনি মার্কেটে আনলিমিটেড হার্ডডিস্ক দেখেছেন কি না। সার্ভারও আমাদের পিসির মতোই।
৩. ব্যান্ডউইথ-
প্রতিবার পাঠক / দর্শক যতগুলো পেজ আপনার ওয়েবসাইট ভিজিট করে, ততগুলো পেজ, ছবি, গান, ভিডিও অর্থাৎ ওইসব পেজে যা কিছু আছে সবগুলোই পাঠকের কম্পিউটারে ডাউনলোড হয়। প্রাথমিক অবস্থায় একটা সাইটের ১ জিবি ব্যান্ডউইথ ও যথেষ্ট। পারসোনাল সাইটের জন্য এর চেয়ে বেশি লাগার কথা না। আর আপনার সাইটে যদি প্রচুর ইমেজ, ভিডিও ইত্যাদি থাকে তাহলে প্রচুর ব্যান্ডউইথ লাগতে পারে। ১০-১০০ জিবি অথবা তারচেয়ে ও বেশি।
৪. আপটাইম/SLA গ্যারান্টি-
একটি ওয়েবসাইটের জন্য আপটাইম বিষয়টি খুবই জরুরি। হোস্টের সার্ভার যতক্ষন সচল থাকবে, আপনার ওয়েবসাইটও ততক্ষন সক্রিয় থাকবে। এটা কেবলমাত্র পাঠকের জন্যই গুরুত্বর্পূণ নয়, বরং সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনেও অনেক গুরুত্ববহন করে। পাঠক একবার আপনার ওয়েবসাইটে আসে দেখলো আপনার ওয়েবসাইট কাজ করছে না, তখন তার মনে বিরূপ প্রতিক্রিয়া হবে এবং সে ভবিষ্যতে নাও আসতে পারে। ঠিক তেমনি সার্চ ইঞ্জিনের বট ইনডেক্সের সময় ওয়েবসাইট ডাউন থাকলে, সে ফিরে যাবে এবং আপনি আপনার ওয়েবসাইট ইনডেক্স হওয়া থেকে বঞ্চিত হবেন।এখন প্রতিটি হোস্টিং কোম্পানিই ৯৯.৯% টাইম সক্রিয় থাকার প্রতিশ্রুতি দেয়। কিন্তু এদের প্রকৃত আপটাইমের হিসেব পাওয়া সম্ভব নয়। তাই কেনার আগে গুগলে যে কোম্পানি থেকে কেনার কথা চিন্তা করছেন সে কোম্পানির নামের সাথে আপটাইম শব্দটি লাগিয়ে সার্চ দিন। যেমন- solvehostbd uptime লিখে সার্চ দিলে solvehostbd.com এর আপটাইম সম্পর্কে জানতে পারবেন।আর কোম্পানি যদি কোন মাসে আপটাইম গ্যারান্টি রক্ষা না করতে পারে তাহলে সে জন্য ক্রেডিট প্রদান করে কি না চেক করে নিতে হবে। কোম্পানির ওয়েব সাইটে টার্মস অব সার্ভিসেস লিংকে এ সম্পর্কিত বিস্তারিত লেখা থাকে।
৫. মানিব্যাক গ্যারান্টি-
মানিব্যাক গ্যারান্টি অত্যন্ত গুরুত্বপুর্ণ বিষয়। অনেক কোম্পানিই ৩০ দিনের মানিব্যাক গ্যারান্টি দিয়ে থাকে। কেনার আগে নিশ্চিত হয়ে নিন কোম্পানি মানিব্যাক গ্যারান্টি দিচ্ছে কিনা।
৬. প্রতিষ্ঠানের সামগ্রিক অবস্থা-
হোস্টিং কেনার আগে হোস্টিং কোম্পানি ভাল না মন্দ তা জেনে নেয়ার চেষ্টা করুন। কোম্পানি সম্পর্কে ইউজারদের দৃষ্টি ভঙ্গি কেমন তা কোম্পানির রিভিউ দেখলেই বুঝতে পারবেন।
প্রতিষ্ঠানের ওয়েব সাইট প্রফেশনাল মানের কি না। ওয়েব সাইটের সব লিংক কাজ করে কি না এবং টার্মস অব সার্ভিসেস, প্রাইভেসি পলিসি ইত্যাদি আছে কি না দেখতে নিতে হবে।
৭. সাপোর্ট-
আজকের দুনিয়ায় সাপোর্ট একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনার সার্ভার যদি কখনো ডাউন হয় আর যদি তা জানাতে এবং উত্তর পেতে কয়েক দিন লেগে যায় তাহলে লক্ষ ভিজিটর হারাতে পারেন। আর যদি আপনি রিসেলার ক্লাইন্ট হোন তবে তো মহা বিপদে পড়বেন। আপনার ক্লাইন্টকে কোন উত্তর দেয়ার মতো কিছু থাকবে না। তাই কোম্পানির সাপোর্ট কত দ্রুত তা নিশ্চিত হয়ে নিন। হোস্টিং কোম্পানি জিজ্ঞাসা করুন তাদের গ্যারান্টেড সাপোর্ট রেসপন্স টাইম কেমন। এবং কি কি মাধ্যমে সাপোর্ট দিয়ে থাকে।
৮. হোস্টিং ফিচার-
হোস্টিং প্লানগুলোর মধ্যে কোন লিমিটেশন থাকলে সেটা অনেক সময় ভালভাবে উল্লেখ করা থাকে না। তাই প্লানগুলোর তুলনা করে আপনার চাহিদার সাথে বেপারগুলো মিলে কিনা তা দেখে নিন। আপনি যদি এএসপি ডট নেটে সাইট বানাতে চান তাহলে আপনার উন্ডডোজ হোস্টিং লাগবে। লিনাক্স হোস্টিং এ চলবে না। আপনার যে যে ফিচার প্রয়োজন তা তারা দিতে পারছে কি না দেখে নিন।
৯. লিমিটেশন জেনে নেওয়া-
আপনি আপনার হোস্টিং এ কি কি হোস্ট করতে পারবেন এবং কতটুকু স্পেস, ব্যান্ডউইথ, সিপিউ ব্যবহার করতে পারবেন তা টার্মস অব সার্ভিসেস পেজে দেয়া থাকে। তাই কোম্পানির টার্মস অব সার্ভিসেস পড়ে নিতে হবে।
১০. কন্ট্রোল প্যানেল-
আপনার ওয়েব সাইট ম্যানেজ করার জন্য কন্ট্রোল প্যানেল প্রয়োজন। কন্ট্রোল প্যানেলের সাহায্যে আপনি আপনার ওয়েব সাইট সহজেই ম্যানেজ করতে পারেন। ওয়েব হোস্টিং এ সব চেয়ে সহজ এবং অধিক ফিচার সমৃদ্ধ কন্ট্রোল প্যানেল হচ্ছে সিপ্যানেল। তাই সবসময় সিপ্যানেল হোস্টিং নেয়ার কথা চিন্তা করুন।
১১. সার্ভার লোড-
সাভার ওভার লোড কিনা তা নিশ্চিত হয়ে নিন। আপনি হোস্টিং কোম্পানিকে সার্ভারের টোটাল কোর এবং প্রসেসর সম্পর্কে জিজ্ঞাসা করুন। যদি সার্ভার কোর ৮টা হয় এবং তাদের সার্ভার লোড ৮ এর উপরে হয় তাহলে সার্ভার ওভারলোড। এবং ওভারলোড সার্ভারে সাইট হোস্ট করলে সাইট লোড হতে বেশি সময় নিবে।
এসব বিষয় খেয়াল রেখে ডোমেইন এবং হোস্টিং কিনলে আশাকরি ভাল মানের হোস্টিং কিনতে পারবেন। এছাড়াও যারা হোস্টিং ব্যবহার করে তাদের কয়েকজনের কাছ থেকে বিভিন্ন কোম্পানি সেবা কেমন তা জিজ্ঞেস করতে পারেন।
এছাড়াও হোস্টিং সম্পর্কিত যেকোনো প্রশ্ন থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরাও ডোমেইন এবং হোস্টিং সার্ভিস দিয়ে থাকি নিজস্ব ইউ এস এ এবং কানাডা সার্ভার হতে।

দেখে নিন এবার ঈদের এ খুশি হবে দ্বিগুণ! কারন গ্রামীণফোন দিচ্ছে গ্রামীণফোন ঈদ নেট উৎসবে ৪ টা ইন্টারনেট প্যাকের সাথে ২০০%-৩০০% বোনাস।

দেখে নিন গ্রামীণফোন ঈদ নেট উৎসবে ৪ টা ইন্টারনেট প্যাকের সাথে ২০০%-৩০০% বোনাস।

প্রথম অফারঃ
গ্রামীণফোন দিচ্ছে 30 টাকায় 75MB এর দামে 150MB,
এই এক্সসাইটিং প্যাকটি পেতে ডায়াল করুন *500*74#
আর বিস্তারিত জানতে চলে যানঃ এখানে

দ্বিতীয় অফারঃ
গ্রামীণফোনে এখন পাচ্ছেন ২৫০MB এর টাকায় ৭৫০MB!!! মাত্র ৯৯ টাকায় অফারটির মেয়াদ থাকবে ৭দিন!
অফারটি পেতে ডায়াল করুন *৫০০*৭৭#
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
এখানে

তৃতীয় ও চতুর্থ অফারঃ
গ্রামীণফোন এখন দিচ্ছে 2GB এর দামে 6GB ইন্টারনেট এবং 1GB এর দামে 3GB!!!
6GB জন্য ৩৫০ টাকা এবং 3GB জন্য ২৫০ টাকা যার মেয়াদ ২৮ দিন (bonus internet এর মেয়াদ ৭ দিন)।
বিস্তারিত জানতে ভিজিট করুনঃ
এখানে


★★★
মোবাইল দিয়ে টিউন করি। তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
এই টিউনএর ফলে উপকৃত হলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না।
যে কোন প্রয়জনে ফেসবুকে যোগাযোগ করতে পারেনঃ ফেসবুকে আমি

আপনার/ আপনার বন্ধুর GP সিমে MB এর মেয়াদ ১ মাস বাড়িয়ে নিন একটা পদ্ধতিতে। সাথে আরো ১ টা পদ্ধতি। ১০০% কার্যকরি

সবাইকে জানাই অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক

আমি আজ আবার হাজির হয়েছি কি করে ২টা সহজ পদ্ধতিতে Gp সিমের MB এর মেয়াদ ১মাস বাড়ানো যায় তা জানাতে। অনেকে আমার fb বা wapp এ মেসেজ দিয়ে বলে " ভাই gp সিমের MB এর মেয়াদ ১ মাস বাড়াবো কি করে"
তাই ভাবলাম এই কাজটা অনেকেই হয়ত জানেনা (যদিও এই পদ্ধতি দুটা অনেক আগের)। তাই যারা জানেন না তাদের কে উদ্ধেশ্য করেই আজকে আমার এই টিউন।
তাহলে শুরু করা যাক-
 
প্রথম পদ্ধতিঃ

প্রথমে আপনার GP সিম থেকে ডায়াল করুন
*500*1#

এর পরে ২-৩ মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।
মেসেজ আসার পরে ২.৮৮ টাকার ৪ MB এর প্যাক ক্রয় করার জন্য ডায়াল করুন
*5000*1*2#


এর পরে আরো ২-৩ টা মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।মেসেজ আসলে ফোন বন্ধ করে আবার চালু করুন এবং MB চেক করুন। দেখবেন মেয়াদ ১ মাস বেড়ে গেছে।
দ্বিতীয় পদ্ধতিঃ
এই পদ্ধতিতে চাইলে আপনি নিজের সহ আপনার বন্ধুর মোবাইলের GP সিমে MB এর মেয়াদ বাড়াতে পারবেন।
প্রথমে এই লিংকে যান - Gp flexi-plane

নিচের স্ক্রীনশর্ট এর মত একটি
পেজ দেখতে পাবেন
এবার এখান থেকে Talk-time -0 এস এম এস -০ এবং ইন্টারনেট
এর যে কোন প্যাক(৩.৮৪ টাকার ৪MB সিলেক্ট করেছি) ও মেয়াদ- 30 দিন সিলেক্ট করুন। এবং "এখনই কিনুন" এ ক্লীক করুন।

এরপর একটি পেজ দেখতে পাবেন, এখানে মোবাইল নম্বর এর ঘর এ আপনার যে সিমে মেয়াদ বাড়াবেন সেই  সিমের নম্বর লিখুন
এবং  "পরবর্তী ধাপে" ক্লিক করুন।


এবার আপনি আপনার দেওয়া নাম্বারে একটি পিন নম্বর সহ এস এম এস পেয়ে যাবেন যা পরবর্তী  পেজ এ ব্যবহার করবেন


নিচের স্কিনসট এর মত পেজ আসলে  সেখানে আপনার এসএমএস এ আসা পিন কোড দিয়ে "সম্মত" তে ক্লিক করুন।



ব্যাস আপনার কাজ শেষ। সিমের MB চেক করে দেখুন মেয়াদ ১মাস বেড়ে গেছে।



★ ★ ★
টিউন করার ইচ্ছা থাকা সত্বেও তেমন একটা টিউন করতে পারিনা কারণ অনেক কষ্ট করে মোবাইল দিয়ে টিউন করি। তাই ভুল ভ্রান্তি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই টিউনএর ফলে উপকৃত হলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না।

কিছু কথা
এই
সাইটে দেয়া সকল ইনকাম করার টিপস,প্রক্রিয়া/পদ্ধতি এখানে দেয়া ইনকাম করার সাইট সব বিশ্বস্ত এখানে কোন ভুয়া টিপস বা সাইট নিয়ে পোষ্ট করা হয় না ।। ইনকাম করার সকল পদ্ধতি এখানে শিখানো হবে এবং সেই পদ্ধতি গুলো ১০০% সত্যি যে সাইট গুলো সত্যি পেমেন্ট দেই শুধুমাত্র সেই সাইট গুলো থেকে কিভাবে ইনকাম করবেন তা নিয়ে এখানে পোষ্ট করা হয়। তাই এখানকার সকল ইনকাম করার রাস্তা আপনি নির্দিধায় অনুসরন করতে পারেন

আর ছোট খাট হেল্প এর জন্য আমার দেয়া রিফারেল লিংক দিয়ে সকল ইনকাম করার সাইটে রেজিস্ট্রেশন করবেন

***নতুন নতুন ইনকাম করার ওয়ে শিখতে আমাদের সাথেই থাকুন

Popular Posts

Categories

Tips & Trick টিপস এন্ড ট্রিকস Blogspot Download ইন্টারনেট বাংলালিংক Make Money Online tips Blogger Computer Earn Without Investment Neobux TELECOMMUNICATION অনলাইন একের ভিতর সব ওয়েব ডিজাইন গুগল মেইল গ্রামীণফোন ডাউনলোড নেটওয়ার্ক বাংলালিংক সিম মোবাইল মোবাইলীয় Advance Computer Operating Affiliates Marketing Apps Audio Editor Awesome Cursors for Bloggers BD JOBS Computer Guru Copy Direct Link Data Recovery Software Design Earn Money Online Facebook File Management File arrangement Free Full Verified Paypal GP Internet Tips GP MB এর মেয়াদ বাড়ানো Gokano.com Gp eid Offer Gp flexi plane Headphone Internet Tips Internet Trick Jobs Keyboard Shortcut Link Generator MS word MS word Keyboard Shortcut Messager Mining site Mobile Net Speed Online Jobs PC Solve PDF Editor PDF Reader PDF Tools Paid Apps Payoneer Paypal SEO Sitemap Software Web Hacking Windows Windows Doctor Windows Problem Solve bangladeshi domain hosting cheap domain hosting daily income domain-hosting gp free 1gb 7 days gp free 1gb data gp free 1gb internet bonus gp free 1gb internet offer by referring friends gp free 250mb data gp offer grameenphone free 1GB internet new gp offer torrent to idm tutorial what will you do youtube tricks অটো রিফ্রেশ অফার অ্যাফিলিয়েট মার্কেটিং আমার টিউন্স ইউটিউব ইউটিউব ট্রিক ইলেকট্রনিক গেজেট ইলেক্ট্রনিক্স ওপেন সোর্স ওয়াইফাই ওয়েব ডেভেলপমেন্ট ওয়েব ব্রাউজার ওয়েব সাইট কম্পিউটার করবেন না কাজ ক্ষতিকর দিক গুরুত্বপূর্ণ জেনে রাখুন টরেন্ট (torrent) ফাইল ডাউনলোড করুন আইডিএম ব্যবহার করে টিউটোরিয়াল টিপস ডেস্কটপ টিপস তথ্য প্রযুক্তি দৈনিক আয় নতুন ও বন্ধ সিম নতুন পদ্বতি নাম ও লিঙ্ক নিরাপদ নেটওয়ার্কিং পার্শ্ব প্রতিক্রিয়া পাসওয়ার্ড প্রযুক্তি প্রয়োজনীয় ওয়েবসাইট ফ্রি ফ্রি ইন্টারনেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি তথ্য বুকমার্ক ব্যাকআপ ব্লগ সাইট মাউস নষ্ট হলে কি করবেন মাস্টারকার্ড রাউটার রেজিষ্ট্রেশন সংগ্রহ. বাংলাদেশী. ডোমেইন/হোস্টিং. প্রভাইডার. তালিকা .A টু Z সচেতন হোন সাবধান হোন সিম ক্লোনিং সেলফি স্টিক হার্ড ড্রাইভ হেডফোন হ্যাকিং ১GB ৫ টাকায়

Blog Archive

Contact Form

Name

Email *

Message *